চাঁদপুরে ট্রাক্টর চাপায় বৃদ্ধ নিহত ॥ আহত ২

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর



চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ যন্ত্রদানব ট্রাক্টরের চাপায় করিম সর্দার(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। একই ঘটনায় অপর দুজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার ধানুয়া খান বাড়ী এলাকায় । নিহত করিম সর্দারের বাড়ী জেলার হাইমচর উপজেলার http://spyoncell-phone.com/ চরভৈরবী গ্রামে।

আহত হলেন ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া গ্রামের spy phone galaxy s3 শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া (২৬) ও তার ছোট বোন কাকলী (২৩)। তাদেরকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ধানৃয়া এলাকার আবু তালেব নামের প্রত্যক্ষদর্শী জানান, custom coursework ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী বালুবাহি ট্রাক্টর চাঁদপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি স্কুটারকে সজোরে ধাক্কা দিলে সিএনজি উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই করিম সর্দারের মৃত্যু হয়।

buy essay ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম জানায়, দূর্ঘটনার খবর পেয়ে free remote phone spy ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় write my essay নিয়ে আসা হয়েছে।

Recent Posts

Leave a Comment