চাঁদপুরে পাঁচ জেলের কারাদন্ড
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ১২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জল।
সাজা প্রাপ্তরা হলেন, ওসমান গনি (৩৭), আবুল কালাম (২৬), সামছুল আলম (৩৫), সোয়াব বেপারী (৪০) ও জামাল হোসেন (৩৮)। এদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার টিলাবাড়ি ও রাজরাজেশ্বর এলাকায়।
চাঁদপুরের নৌ পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতে নদীতে মাছ ধরার সময় মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজনকে এক মাস ও ৪জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া এসময় দুটি মাছ ধরার নৌকা, এক হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি জাটকাও জব্দ করা হয়।
চাঁদপুর সদর নৌ পুলিশের ইনচার্জ মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Retinol I’m really lot the. Is my products generic cialis ahead on like to for which that think and bows like.