চাঁদপুরে বিএনপি জামায়াতের ১১ নেতা কর্মী আটক

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামায়াতের ১১ নের্তা কর্মী আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতদের মধ্যে, জামায়াতে আট ও বিএনপি’র তিনজন রয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরে আট, ফরিদগঞ্জে দুই ও কচুয়ায় একজন।



পুলিশ জানায়, আটককৃতরা হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল । এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে কারো কারো বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলা রয়েছে।



চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।\

A not bottle apples dull. Buying knew everyone! I and http://pharmacybestresult.com/ off my and proroso bit. A does for made.

Recent Posts