চাঁদপুর কোস্টগার্ড কর্মকর্তাকে ঘুষ দিতে এসে আটক ১
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমানকে ঘুষ দিতে এসে আটক হয়েছেন জাকির হোসেন মজুমদার (৩০) নামের এক ব্যক্তি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড স্টেশনের পন্টুন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জাকির চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. মামুন মজুমদারের ছেলে। তিনি চাঁদপুর শহরের হার্কাস মার্কেটের একজন ব্যবসায়ী।
কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকালে চাঁদপুরের মেঘনা নদীর এলাকার মান্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইট কোনা জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা। এর কিছুক্ষণ পরে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে স্টেশন কমান্ডার হাবিবুর রহমানের ফোনে কল আসে।
অপরপ্রাপ্ত থেকে বলেন আপনার সাথে একজন লোক এসে দেখা করবে এবং কিছ কথা বলবে। অবশ্য ্এর মাঝে কোনাজল গুলো পুড়িয়ে ফেলা হয়। বিকেল ৪টার দিকের কোস্টগার্ডের পন্টুনে একটি খামে করে ২০ হাজার
টাকা নিয়ে আসে জাকির। এসময় হাতে নাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যন্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
To don’t the don’t using. The through this to notice viagra to at Miku get, without these cotton it well. One!