মতলবে র্যাবের হাতে ১ হাজার পিছ ইয়াবাসহ ব্যবসায়ী আটক
চাঁদপুর প্রতিনিধি র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের একটি বিশেষ
টীম অভিযান চালিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরপয়ালী এলাকা থেকে মিজানুর রহমান প্রধানিয়া (২৬) নামে ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছে ১ হাজার পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। মিজান মতলব দক্ষিণ উপজেলার মনিগাঁও গ্রামের মুকবুল হোসেনের ছেলে। রোববার দিবাগত রাত ২টায় র্যাব-১১ কুমিল্লা অঞ্চলের ডিএডি নুর হোসেনের নেতৃত্বে অভিযান এই অভিযান পরিচালিত হয়। আজ সোমবার ডিএডি নুর হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। মামলা নং-৫। সোমবার দুপুর আড়াইটায় মতলব দক্ষিণ থানা পুলিশ আটক মিজানকে কোর্টে প্রেরণ করে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মিজানকে রাতে ইয়াবা ও গাঁজা সহ র্যাব আটক করে থানায় নিয়ে আসে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।