হাজীগঞ্জে মাদকসেবীসহ সাত জনের কারাদন্ড

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর, হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জ সংবাদদাতা
জেলার হাজীগঞ্জ উপজেলায় মাদকসেবী, জুয়া ও পতিতায় লিপ্ত হওয়ায় সাতজনকে জরিমানা ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বানিয়া কান্দি গ্রামের মাদকসেবী দুলাল (৪০), আহছান হাবিব (৪২), মনোয়ার হোসেন (৪৮) ও ননওহাটা গ্রামের মমিন (৫০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

একদিনে পৌর এলাকার বলাখাল ওয়ার্ডে পতিতার কাজে সহযোগিতা করায় মুক্তা (৩০) কে চার হাজার টাকা জরিমানা, পতিতার কাজে লিপ্ত থাকায় নেত্রকোনা জেলার বিশারাত পুর এলাকার সবুজ (২৫) এবং বলাখাল ওয়ার্ডেও নজরুল ইসলামের স্ত্রী পারভীন (৪৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার এসআই কামাল ও এ এসআই আনোয়ার হোসেন জানায়, রবিবার দিবাগত রাত ও সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।

নির্বাহী

কর্মকর্তা শেখ মো. মুর্শিদুল ইসলাম ও হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম জরিমানা ও কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent Posts

Leave a Comment