ঝুঁকি নিয়েই কর্মস্থলে ছুটছে মানুষ

 In প্রধান খবর, শীর্ষ খবর




নিজস্ব প্রতিবেদক



পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে সারাদেশের মত চাঁদপুরের সব শ্রেণি-পেশার মানুষ ছুটতে শুরু করেছে নিজ নিজ কর্মস্থলে। যে যেভাবেই পারছে, লঞ্চ-ট্রেন কিংবা বাসে করে ছুটছেন। মানুষ জীবন-জীবিকার তাগিদেই প্রিয়জনদের ছেড়ে আবারো দূর-দূরান্তে শেষ মুহূর্তে কর্মস্থলে ফিরছেন। চাঁদপুরের বিভিন্ন লঞ্চঘাট ও রেল স্টেশনে শুক্রবার থেকেই হাজারো যাত্রীর উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। এরপরও জীবনের ঝুঁকি নিয়েই ছুটছে মানুষ কর্মস্থলে।



ঈদের পর দিন থেকে যাত্রীদের তেমন ভীড় না থাকলেও বুধবার থেকে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রীদের buy viagra online ভীড় বাড়তে শুরু করে। শুক্রবার থেকে সেই ভীড় আরো অনেক বেড়ে যায়।



এদিকে শনিবার চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, মানুষের উপচেপড়া ভীড়। অনেকেই লঞ্চ না পেয়ে বাড়ি ফিরে যায়। এ সময় যাত্রীরা অভিযোগ করে বলেন, ঈদ মৌসুমে লঞ্চে দ্বিগুণ ভাড়া আদায়, লঞ্চের সময়সূচির বিপর্যয়, যাত্রী হয়রানি, চাঁদপুর রুটের Ranitidine লঞ্চ রেখে অন্য স্থানের লঞ্চ চলাচল এবং যাত্রী নিয়ে টানা-হেঁচড়াসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তারপরও ঈদে বাড়ি ফেরা মানুষ বৃষ্টিতে শত কষ্ট ও দুর্ভোগ শিকার করে কর্মস্থলে ফেরার চেষ্টায় চাঁদপুর লঞ্চঘাটে অপেক্ষার প্রহর গুণছেন।



একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, লঞ্চ ছাড়ার cialis online ১ থেকে দেড় ঘন্টা আগে এসেও লঞ্চে উঠতে পারিনি। বরং সময়েরও অনেক আগেই লঞ্চ ছেড়ে যাচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী তুলেছে। এ ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ঈদ মৌসুমে পূর্বের সময়ের সাথে মিল রেখে লঞ্চ চালানো সম্ভব হয়না। কারন, অতিরিক্ত যাত্রী নিয়েও সময়ের অনেক আগে লঞ্চ ছেড়ে দিতে বাধ্য হই।



চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, কর্মস্থলে ফেরা মানুষের ভীড় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ হওয়ায় লঞ্চগুলো levitra vs viagra vs cialis নির্দিষ্ট সময়ের ১ থেকে ২ ঘণ্টা আগে ছেড়ে দেওয়া হয়েছে। যাত্রীরা নিরাপদে ঢাকা যেতে পারেন সেজন্য শুক্রবার ও শনিবার বেশ কয়েকটি স্পেশাল buy generic viagra লঞ্চ দেওয়া হয়েছে। যাত্রীর চাহিদামতো সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানা।


Recent Posts

Leave a Comment