চাঁদপুরের কচুয়ায় শিক্ষক শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ৮জন আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ে যুবলীগ কর্মীদের হামলার ঘটনায় viagra and beta blockers পুলিশ এ পর্যন্ত ৮জনকে আটক করেছে। এরা হচ্ছে পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক(২২),কৃষিজীবী আলাউদ্দিন(৩২),শ্রমিক মো.সবুজ(১৯),অজি উল্লা(৩২) ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মো.ইমরান হোসেন ও ফারুকের বোন একই স্কুলের ছাত্রী পপি আক্তার (১৫)। কচুয়া থানার ওসি মোহাম্মদ ইবরাহিম খলিল বলেন,আগেরদিন রোববার রাতে ভূইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র half of viagra সরকার বাদী হয়ে ফারুক,লিটন ও মনিরসহ ৮জন নামধারী ও অজ্ঞাত আরও ২০জনকে আসামী করে একটি মামলা viagra use tips কর
মামলায় আসামীদের বিরুদ্ধে চাাঁদাবাজী ও শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীর হামলার অভিযোগ আনা হয়। চাঁদপুরের সহকারী পুুিলশ সুপার মো.আব্দুল হানিফ বলেন, ৮জনকে পুলিশ আটক করেছে। তাদের জিঙ্গাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া ঘটনার সাথে প্রকৃতদের ধরতে জন্য সর্বত্র অভিযান অব্যাহত রয়েছে। এদিকে cialisgeneric-rx.com আজ সোমবার সকালে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ওই হামলায় গুরুতর আহত ৪জন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা রাতেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
আহত শিক্ষার্থীরা জানায়,,স্থানীয় যুবলীগ কর্মী ফারুক,লিটন ও মনিরসহ একদল যুবক শুক্রবার রাতে স্কুলে এসে ১৫ আগস্টের অনুষ্ঠান করার জন্য ১৫ হাজার টাকা দাবী করে। তখন এই টাকা না দেয়ায় স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে তারা লাঞ্ছিত করে। এ ঘটনায় রোববার স্কুলের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে স্কুল প্রাঙ্গণে মিছিল করলে যুবলীগ কর্মীরা ধারালো max dose of cialis অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্কুলের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়। আহতদের ২০জনকে ভর্তি করা হয়। pharmacy Female Cialis
চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার বলেন,পপিকে আমাদের পুলিশ চেক পোস্ট বসিয়ে আজ সোমবার দুপুরে সাচার এলাকা থেকে ধরেছে। সে তার মাসহ পালিয়ে যাচ্ছিল। তবে আমাদের পুলিশ বসে নেই। প্রত্যেক অপরাধী সে যেই হোক তাদের আমরা খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।