চাঁদপুরে জাতীয় শোক দিবস পাালিত
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় শহরের ‘অঙ্গীকার পাদদেশে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভুইয়া এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সামছুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,
পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।