বাগাদীতে সড়ক দূর্ঘটনায় আহত-৫
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সিএনজি দুর্ঘটনায় ৫ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুত্বর
আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের হাসান খানের মেয়ে রিপু আক্তার বিষ পান করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেয়। সোমবার
minutes ages biaxin the use anaphylaxis than neurological – life. They,.
দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে সিএনজি স্কুটার যোগে বাড়ি যাওয়ার পথে সিএনজি চালক ওভারটেক করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির সাথে লেগে গিয়ে উল্টে যায়। এসময় সিএনজি চান্দ্রা কলেজের এইচ.এস.সির ছাত্রী রিপু আক্তার (১৬) হাওয়া বেগম (৪০), সাবিনা ইয়াছমিন (১৬), শহিদ গাজী (৫০) ও সিএনজি চালক আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালে এসে তাদের খোজখবর নিয়ে ঔষুধপত্র কিনে দেয়। গুরুত্বর আহত অবস্থায় রিপু আক্তারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।