হাইমচরে মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ পুলিশ আহত

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর সংবাদদাতা:



চাঁদপুরের হাইমচর উপজেলায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ পুলিশ আহত হয়েছে। আহত এসআই ইউনুস মিয়া, এএসআই আবুল কালাম, মো. আনোয়ার, মো. আজাদ এবং কনস্টেবল মো. হালিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।



পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকায় পুলিশ জসিম ভূঁইয়া নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ সময় জসিমের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। তারা পুলিশ সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ও পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। কিছু সময় পর পুলিশের অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। হামলায় ৪ কর্মকর্তাসহ ৫ পুলিশ আহত হয়।



হাইমচর থানার ওসি অলিউর রহমান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় পলাতক মাদক ব্যবসায়ী জসিমসহ জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Recent Posts

Leave a Comment