চাঁদপুরে সাংবাদিকদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে শুক্রবার 100mg viagra or 20mg cialis সকালে অনুষ্ঠিত এক সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, এই আইনের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক সাংবাদিককে নিগৃহীত পর্যন্ত করা হয়েছে। এটি সংবাদ মাধ্যমের জন্য ইতিমধ্যেই কালো আইন হিসেবে প্রমাণিত Haldol pharmacy হয়েছে। তারা সারাদেশে cialis or viagra সাংবাদিক নির্যাতন বন্ধ, রুগ্ন সংবাদমাধ্যমগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান, সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের জন্য বেতন রোয়েদাদ বোর্ড কার্যকর করারও জোর দাবি জানান। is 10mg cialis effective সমাবেশ উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক নেতা কাজী শাহাদাতের সবাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশের উদ্বোধন করেন viagra online প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক রহিম
বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান। সমাবেশে চাঁদপুর শহরে কর্মরত গণমাধ্যম কর্মীরা ছাড়াও জেলার ৮ উপজেলার দেড়শতাধিক সাংবাদিক অংশগ্রহন করে। সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ মফিকুর রহমানকে সংবর্ধনা প্রদাণ করা হয়।