‘শিশুশ্রম নিয়ন্ত্রণে আইনের আধুনিকায়ন দরকার’
ঢাকা: শিশুশ্রম নিয়ন্ত্রণ করতে আইনের আধুনিকায়নের পাশাপাশি বিদ্যমান আইনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। কারখানার মালিকদেরকে শিশুশ্রম থেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে আইনের আওতায় নেয়ার পাশাপাশি তা সর্বত্র প্রয়োগ করতে হবে এবং দণ্ড কার্যকর করতে হবে।
গণমাধ্যম সংস্থা ঘাসফুল আয়োজিত ‘শ্রমজীবী শিশুদের আনন্দ-বেদনার কাব্য’ শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্রী শাকিল হোসেনের একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকগণ একথা বলেন।
অতিরিক্ত সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শিশু সাহিত্যিক আলম তালুকদারের সভাপতিত্বে শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানে হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক।
আবৃত্তিকার কামরুল হাসান ও মুশফিক হাসান শাবাবের কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সূচনা বক্তব্য দেন কথাসাহিত্যিক আতা সরকার এবং প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ও সাহিত্যিক পারভিন আক্তার।
আলোচনা করেন শিশুসাহিত্যিক আলী ইমাম, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ নূরুন করিম নাসিম, সাহিত্যিক ও শিক্ষাবিদ মোরশেদ শফিউন হাসান ও ঝর্না রহমানও আনোয়ার হাসান বাবু, শিশুসাহিতিক ও শিক্ষাবিদ যাযাবর মিন্টু এবং আলোকচিত্রী শাকিল হোসেন।
শ্রমজীবী শিশুদের পক্ষ থেকে তাদের জীবন অভিজ্ঞতা তুলে ধরা হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপন করেন আইনজীবী ও সংস্কৃতিকর্মী ইবতিদা ফারহাত ত্রপা ও মাহমুদ হাসান রুবেল।
এর আগে প্রধান অতিথি আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক আলোকচিত্রী শাকিল হোসেনের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী কেন্দ্রের গ্যালারিতে উদ্বোধন করেন।
আলোচকগণ বলেন, জীবন গঠনের সময়কালের নাম শৈশব। বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অপরিপক্ক জীবনের সব নির্যাস দিয়ে অভাবগ্রস্থ শিশুকে অসময়ে পূর্ণ মানুষের দায়িত্ব নিতে বাধ্য করা হয় যা অমানবিক।
তারা বলেন, যে পরিমাণ
শিশু আনুষ্ঠানিক শ্রমে জড়িত, কলকারখানায়, বাসাবাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত, তার থেকে অনেক বেশি শিশুশ্রম তারা বিলিয়ে যাচ্ছে।
তারা বলেন, পূর্ণ পরিকল্পনা ও সর্বোচ্চ অগ্রাধিকারে পদক্ষেপ না নেয়া হলে আমাদের জাতীয় ভাগ্যাকাশে যে অন্ধকার নামছে, তা পুরো জাতিকেই গ্রাস করবে।
তারা বলেন, শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার। তাদের জীবন নষ্ট ও অপচয় করতে দেয়া আমাদের জাতিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদেরকে এ বিষয়ে এখনি সতর্ক ও কঠোর হতে হবে এবং ব্যবস্থা নিতে হবে।