লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পে আগুন ॥ ৩টি ঘর ভষ্মিভূত
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর আশ্রয় প্রকল্প-১ এ গভীর রাতে অগ্নিকান্ডে ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। গত শুক্রবার রাত ২টায় দুস্কিৃতিকারীরা পূর্বের শত্রুতার জের ধরে আগুণ লাগিয়ে দেওয়ায় এই ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ৩টি ঘরের ফ্রিজ, টিভি ও আসাববপত্র সহ দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পে-১ এর ১১৫নং ফারজানা বেগমের ঘরে রাতে কেউ না থাকায় সেসুযোগে দুসস্কৃতকারীরা পাকের ঘরের ভেড়ায় কেরোশিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। রাত ২টায় এই আগুণের অগ্নিলীলা ছড়িয়ে পড়লে পাশের ১১৫ শিল্পি বেগমের ও ১১৩ তাছলিমা বেগমের ঘর ভূষ্মিসাৎ হয়। আগুন দেখতে পেয়ে লক্ষ্মীপুর আশ্রয়ণ প্রকল্পের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে পানি বালু ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। এর পূর্বেই ৩টি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়।
এই ঘটনায় মূল আসামীকে সনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করবে বলে ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান আশ্বস্ত করেছে।