চাঁদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপ্রত্র জমা
চাঁদপুর প্রতিনিধি :
২য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের ১৮ টি ইউনিয়নে প্রতিদ্বন্ধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন । আজ ২ মার্চ জমাদানের দিনে প্রার্থীরা উৎসব মূখোর পরিবেশে তাদের মনোনয়ন পত্র জমা দেন। সকাল থেকেই চাঁদপুর সদর উপজেলার ১২টি ও হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার রির্টানিং অফিসারের কার্যলয়ে এসে চেয়াম্যনা , মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীদেরই দেখা গেছে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিতে ।
৫ ও ৬ মার্চ বাছাই শেষে প্রতিক বরাদ্দ করা হবে । আগামী ৩১ মার্চ এই ১৮ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।