চাঁদপুর শহরে হকার্স মার্কেটে আগুন, পুড়ে গেছে ৪টি দোকান
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলওয়ে হকার্স মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, প্রথমে এশিয়া ইলিকট্রনিক্স দোকানে আগুন লাগে। পরে অন্য আরো তিনটি দোকান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু শহরের মার্কেটে আগুন, সেহেতু ক্ষতি পরিমান আরো বাড়তে পারতো।