চাঁদপুরে বিপুল পরিমনা কারেন্ট জাল জব্দ
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মেঘনা নদীতে বিভিন্ন নৌযানে অভিযান চালিয়ে প্রঅয় ৯লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার ভোরে কর্ণফুলি-৩ লঞ্চে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টাগার্ড জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবরার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কর্ণফুলি-৩ লঞ্চ থেকে ৭ লক্ষ ৭৯ হাজার ৮০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লক্ষ ৯৬ হাজার টাকা।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সাঃ লেঃ এম আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন,
জব্দকৃত কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়েছে। জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।