কোরবানির মাংসের টুকরায় আল্লাহ ও মুহাম্মদ………
কোরবানির গরুর মাংসের টুকরায় আল্লাহ ও মুহাম্মদ লেখা পাওয়া গেছে। চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকার ভঁূইয়া বাড়িতে এ দৃশ্য পাওয়া যায়। ওই বাড়ির ভাড়াটিয়া পুরাণবাজার কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ইদ্রিস মিয়ার মেয়ে ও তার সহধর্মিণী বৃহস্পতিবার দুপুরে কোরবানির মাংস রান্না করার সময় আল্লাহ ও মুহাম্মদ লেখা ২টি মাংসের টুকরা উপরে ভেসে উঠে। অধ্যাপক ইদ্রিস মিয়া জানান, এবার ঈদে তারা দুটি গরু কোরবানি দেন। মাংসগুলো ফ্রিজে ছিলো। বৃহস্পতিবার ফ্রিজ থেকে নামিয়ে রান্না করার সময় দুটি মাংসের টুকরায় আল্লাহ ও মুহাম্মদ লেখা স্পষ্টভাবেই দেখা যায়। ছবি ও প্রতিবেদন : ইয়াসিন ইকরাম।
Recent Posts