ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
সংবাদদাতা
</br></br>
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বড় খোচাবাড়ী এলাকায় বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার রাজবাড়ী এলাকার রমজান আলী (৫৫), গাফফার (৫৮) ও বীরগঞ্জ উপজেলার প্রাননগর এলাকার রোজিনা আক্তার (২২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুপুরে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস বড় খোচাবাড়ী এলাকায় একটি পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রমজান ও গাফফার মারা যান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রোজিনাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিকআপভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।