রফিকুল হুদার আরেক ভাই এটিএম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, ভোর ৪টার দিকে রফিকুল মারা যান। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরিদপুরে নিয়ে যাওয়া হবে।
নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ায় ১৫ সেপ্টম্বর ফারদিন হুদা মুগ্ধ (১৭) তার মা সিলভিয়া হুদা (৪০) ও বাবা রফিকুল হুদাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তারা জেলা শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকার বাসিন্দা।
একমাত্র সন্তানের দেওয়া আগুনে রফিকুলের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। তবে মা সিলভিয়া হুদা সামান্য দগ্ধ হন।