সন্ধ্যায় ট্রলারডুবি : মৃতের সংখ্যা বেড়ে ১৮

 In জাতীয়, দেশের ভেতর, প্রধান খবর

 

সন্ধ্যায় ট্রলারডুবি : মৃতের সংখ্যা বেড়ে ১৮

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো চারজনের লাশ উদ্ধার কর হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এখনো নিখোঁজ রয়েছেন  ১০-১২ জন।

নিহত ১৮ জনের মধ্যে ১৩ জনের নাম জানা গেছে। তারা হলেন—শুকদেব (৪০), রাজ্জাক হাওলাদার (৬০), শান্তা আক্তার (১০), ফিরোজা বেগম (৫০), কোহিনূর বেগম (৪৫), রেহেনা বেগম (৩০), সালেহা বেগম (৬০), সাগর (২৫), মোজাম্মেল মোল্লা (৬০), রাবেয়া বেগম (৪৫), জয়নাল হাওলাদার (৫৮), মিলন ঘরামী (৪০) ও হীরা বেগম (২৫)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান  জানান, ট্রলারডুবির ঘটনায় সকালে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১০-১২ জন।

এদিকে সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ঘটনাস্থলে এসে ট্রলারটি উদ্ধার করেছে। এ ছাড়া নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দলের সঙ্গে নৌবাহিনীর উদ্ধারকারী ডুবুরিরাও যোগ দিয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া লঞ্চঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে হাবিবপুর যাচ্ছিল ‘ঐশী প্লাস’ নামের ট্রলারটি। সৈয়দকাঠী ইউনিয়নের দাসেরহাট ঘাটে ভিড়তে গিয়ে নদী পাড়ের একটি বড় অংশজুড়ে মাটি ভেঙে পড়লে সেখানে ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। এতে স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়

Recent Posts

Leave a Comment