সপ্তম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

 In ব্যবসা বাণিজ্য

 

সপ্তম আইসিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

সপ্তম আইসিবি ইউনিট ফান্ডের সংশোধনীসহ প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, ফান্ডের প্রাথমিক লক্ষমাত্রা ৪৭ কোটি টাকা। সপ্তম আইসিবি ইউচ্যুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

রূপান্তরিত ফান্ড সপ্তম আইসিবি ইউনিট ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

উল্লেখ্য, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডটি মেয়াদি থেকে বে-মেয়াদিতে (গ্রোথ ফান্ড) রূপান্তরিত হয়েছে।

Recent Posts

Leave a Comment