ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. ওহেদুজ্জামান দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে জেএমবি সদস্য জয়নাল আবেদীনের বাড়ি সংলগ্ন জামিয়াতুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাবা ও দুই ছেলেসহ চার জেএমবি সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০টি তাজা ককটেল, বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
মো. ওহেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। জেএমবির সদস্য সংগ্রহ, অর্থ সংগ্রহ, জিহাদি বই বিতরণসহ সংগঠনের কর্মপন্থা নির্ধারণের জন্য তারা বৈঠক করছিল।