‘শুটার’-এর প্রযোজক ইকবাল হোসেন বলেন, ‘এখন ছবি হিট হয় দুই জায়গাতে— ফেসবুক ও হলে। দেখা যায় ফেসবুকে ছবি হিট। অন্যদিকে প্রযোজক চোখের পানি ফেলছে। খুশির বিষয় হল আমার ছবি হলে হিট করেছে। মাত্র ৭৭ হল থেকেই টাকা উঠে এসেছে। ভাল ছবি হলে দর্শক এখনো সিনেমা দেখে সেটা প্রমান হয়েছে।’
‘বসগিরি’র পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘দ্বিতীয় সপ্তাহে ২১টি হল বেশি পাওয়া অনেক বড় ব্যাপার। দর্শকদের ভাললাগা আমাদের শ্রমকে সার্থক করেছে।’
অন্যদিকে পরী মনি-রোশান অভিনীত লেডি অ্যাকশন ছবি ‘রক্ত’ পিছিয়ে থাকলেও প্রথম সপ্তাহে বড় হলে দর্শক টেনেছিল। এখনো সারাদেশের অনেকগুলো বড় হল দখলে আছে সিনেমাটির।