শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা আটক
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরে দম্পতি কর্তৃক শিশু জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা ওমর ফারুক (৪০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে হাইমচর থানা পুলিশ গাজীপুরের জয়দেবপুর থানার পুলিশের সহযোগীতায় তাকে আটক করা হয়েছে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার শামছন্নাহার। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার রাতে জনতা কর্তৃক আটক হয় জান্নাতের খালু মধ্যস্থতাকারী মোস্তফা সরদার।
জয়দেবপুর থানার উপ-পরিদকশ মাহবুবর রহমান জানান, ঘটনার সাথে জড়িত গৃহকর্তি মনি বেগমকেও আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গাজীপুরে দম্পতি কর্তৃক চাঁদপুরের হাইমচরের আট বছরের শিশু জান্নাতুল ফেরদৌস শারীরিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।