আঞ্জুমান মুফিদুলের কর্মকর্তা এম এ কামাল ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর ৩টি পিকআপেক করে ৯ জঙ্গির লাশ বুঝে নেন।
সুত্র জানিয়েছে, আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষ ৯ জঙ্গির মরদেহ বুধবারই জুরাইন কবরস্থানে দাফন করবে।
এর আগে, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আস্তানায় থাকা ৯ জঙ্গি নিহত হয়। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের পরিবারের পক্ষ থেকে লাশ নিতে অস্বীকৃতি জানানোর পর আঞ্জুমানে মুফিদুল ইসলাম কর্তৃপক্ষকে লাশগুলো হস্তান্তর করা হল।