‘জাতির জনক বঙ্গবন্ধুর লক্ষ্য ছিলো বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্য নিয়েই তিনি আমাদের স্বাধীনতা এনে দেন। আমি আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাই’ বলেন আওয়ামী লীগের সভাপতি।
ছাত্রলীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা ছাত্রলীগ করে ও বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদেরকে দেশপ্রেমিক হতে হবে। ছাত্রলীগের কর্মীদের দেশ-জাতির প্রতি যে কর্তব্য সেই কর্তব্য বোধ-অনুভূতি থকতে হবে। জীবনে কী পেলাম আর কী পেলাম না সেই হিসেব না করে জনগণকে কী দিতে পারলাম আর কী পারলাম না সেই চিন্তা করতে হবে। ছাত্র হিসেবে একজন ছাত্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো লেখাপড়া। কাজেই সর্বোপরি সেই দায়িত্ব পালন করতে হবে।’
হাসিনা বলেন, ‘পঁচাত্তোরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। এরপর একুশ বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেখানে ছাত্রলীগের বহু নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। পরিবারগুলো তাদের লাশও পায়নি।’
অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ড চালিয়েছে জিয়াউর রহমান। কারণ অবৈধভাবে ক্ষমতা দখল করে হঠাৎ একদিন নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতায় এসে দল গঠন করে শুধু লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি করেছে। মানুষকে তারা কিছুই দিতে পারেনি।’