ইতালির মাচেরাতা প্রদেশে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কারো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত ও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বিসসোর কাছে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথমে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর দুই ঘণ্টা পর একই এলাকায় ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাব্রিজিও কুরসিও জানান, ভূমিকম্পে বহু লোক আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি।
এর আগে ২৪ আগস্ট ইতালির পাবর্ত্যাঞ্চল আমাত্রিচে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ২৯৮ জন নিহত হন। বহু ভবন ধসে পড়ে। আমাত্রিচে অঞ্চলটি বুধবারের ভূমিকম্পস্থল বিসসো থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।