এর আগে ২৪ সেপ্টেম্বর একই মামলায় এ তিন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে অস্ত্র আইনে ৭ বছর করে কারাদণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ মো. ইনামুল হকের বিশেষ ট্রাইবুন্যাল। রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ৭ বছর পর এ রায় ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তাবাহিনী। পরদিন সাজাপ্রাপ্ত ওই পাঁচজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(খ) ধারায় মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০০৯ সালের ১১ ডিসেম্বর চার্জ প্রদান করে তদন্তকারী কর্মকর্তা ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। এই ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়।