চাঁদপুরে পুকুরে ডুবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দু স্কুল ছাত্রীর করুণ মৃত্যু

 In শীর্ষ খবর
চাঁদপুর সদর উপজেলার দাসাদীতে পুকুরে ডুবে রিয়া আক্তার (১২) ও নাহিদা সুলতানা (১৪) নামে দুই স্কুল ছাত্রীর করুণ মৃত্যু
 

হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দাসাদী এলাকার আখন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে দুজন মামাতো ও ফুফাতো বোন। রিয়া চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী এলাকার ফজলুল হক আখন্দের মেয়ে।

সে জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। অপরদিকে নাহিদা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নান্নু মিজির মেয়ে। সে চাঁদপুর শহরের লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দুপরিবারের সদস্যদের সাথে আলাপকালে জানা যায়, শুক্রবার দুপুরে রিয়াদের বাড়িতে বেড়াতে যায় নাহিদা। শনিবার সকালে দুজন একসাথে পুকুরে গোসল করতে গেলে নাহিদা পুকুরে তলিয়ে যায়। নাহিদা ও রিয়া সাঁতার জানতো না। এমতাবস্থায় রিয়া নাহিদাকে বাঁচাতে গিয়ে সেও তলিয়ে যায়। দুজনেই আর পুকুর পাড়ে উঠতে পারেনি। এ সময় বাড়ির লোকজন জানতে পেরে পুকুরে জাল ফেলে তল্লাশি চালায়। পরে তাদের দুজনকে একসাথে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাপসাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে। স্কুল পড়ুয়া দু ছাত্রী পানিতে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Recent Posts

Leave a Comment