ব্যাকবেঞ্চার টিমের তরুন পরিচালক তানিম শাহরিয়ার বলেন,‘৪ মিনিট ২২ সেকেন্ড এর এই শর্টফিল্মটি আমরা দীর্ঘ সময় নিয়ে নির্মাণ করেছি। এখানে দেখানো হয়েছে একটি পথশিশু তার হারানো বাবা-মা‘কে ফেসবুকের মাধ্যমে খুঁজে দিতে আকুতি জানায় এক যুবকের কাছে। এর পরে কি হয় ফিল্মটি দেখলেই বুঝবেন।,
শর্টফিল্মটির মূল চরিত্রে অভিনয় করে নাহিল ও সুমাইয়া। সুমাইয়া একজন রাস্তার টোকাই অর্থাৎ সত্যিকারের পথশিশু। মিউজিক করেছেন সময়ের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী তানজীব সারোয়ার।
‘ব্যাকবেঞ্চার ফিল্মস’ এর প্রযোজনায় ‘ইঁচড়েপাকা’-র ব্যানারে প্রকাশিত ডিজিটাল কোশ্চেন এর গল্প,চিত্রনাট্য ও পরিচালনয় ছিলেন তানিম শাহরিয়ার। ক্রিয়েটিভ হিসেবে ছিলেন সিজন আনাম। সহকারী পরিচালক হিসেবে ছিলেন বাপ্পী ও অর্ণব। চিত্রগ্রহণ করেন রিয়াদ আহমেদ। সম্পাদনা ও আনিমেশন করেন ফারিদুল ফারদিন। মিউজিক করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজীব সারোয়ার।
ইতিপূর্বে স্বদেশী সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এ এই শর্টফিল্মটি ৪ টি ক্যাটাগরীতে সর্বোচ্চ পুরষ্কার পায়।
শর্টফিল্ম ‘ডিজিটাল কোশ্চেন’ দেখুন নিচের লিঙ্কে-