এতে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন কাঙ্গালিনী। কাঙ্গালিনীর গান পরিবেশনের সময় মুক্তমঞ্চ হয়ে যায় কানায় কানায় পরিপূর্ণ। তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও। গানের মূর্ছনায় বিমোহিত হয়ে উঠেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে এছাড়াও সংগঠনটির সভাপতি মেহেদী হাসান কাব্য, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক মল্লিকা হোসাইন লিজা, প্রচার সম্পাদক রঙ্গন, সাংস্কৃতিক সম্পাদক শিরিন শিলাসহ সংগঠনটির অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি, সংগঠনটির সাধারণ সম্পাদক জুমা আক্তার প্রিয়া প্রমুখ।