রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের সার্বিক নিরাপত্তা পরিদর্শনে এসে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হোসনি দালানের নিরাপত্তার বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুরো হোসনি দালান সিসি ক্যামেরার আওতায় থাকবে। এখানে ফায়ার সার্ভিসের একটি টিম থাকবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশসহ সরকারের সব গোয়েন্দা সদস্যদের নজরদারি থাকবে।’
মিছিলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলে জানান তিনি।