‘তাজিয়া মিছিলে তিন স্তরের নিরাপত্তা’

 In জাতীয়

‘তাজিয়া মিছিলে তিন স্তরের নিরাপত্তা’

অতীত অভিজ্ঞতা, ভুলত্রুটি ও সার্বিক দিক বিবেচনা করে তাজিয়া মিছিলে নিরাপত্তা বলয় এবার তিন স্তরে সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ‘হোসনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলটি নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের সার্বিক নিরাপত্তা পরিদর্শনে এসে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হোসনি দালানের নিরাপত্তার বিষয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুরো হোসনি দালান সিসি ক্যামেরার আওতায় থাকবে। এখানে ফায়ার সার্ভিসের একটি টিম থাকবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশসহ সরকারের সব গোয়েন্দা সদস্যদের নজরদারি থাকবে।’

মিছিলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলে জানান তিনি।

Recent Posts

Leave a Comment