নতুন কমিটিতে যারা আসলেন

 In প্রধান খবর

 

নতুন কমিটিতে যারা আসলেন

২০তম কাউন্সিলের শেষ অধিবেশনে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৈধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, মো. নাসিম, পীযুষ ভট্টাচার্য ও রমেশ চন্দ্র সেন।

সভাপতিমণ্ডলীর আরও ৫ জন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী মোট সদস্য হবে ১৯ জন। গত কমিটি থেকে বাদ পড়েছেন নূহ আলম লেলিন।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান।

কোষাধ্যক্ষ হয়েছেন আশিকুর রহমান।

শেখ হাসিনা এসব নাম প্রস্তাব করার পর সবাই অনুমোদন দেন। বাকি পদ পরে ঘোষণার অনুমতিও তিনি চান। তাতে সবাই সম্মতি দেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনে দলীয় সভাপতি শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর নির্বাচনী অধিবেশন শুরু হয়। সেখানে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

Recent Posts

Leave a Comment