বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের মংডু’তে নিরাপত্তা বাহিনীর উপর হামলায় ৯ পুলিশ সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আক্রান্ত দেশটির রাখাইন রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ টি নিরাপত্তা ছাউনিতে একযোগে হামলা চালানো হয়। অতর্কিত এই হামলায় আরো বহু লোক নিহতের আশংকাও করা হচ্ছে। খবর বিবিসি’র…
দেরিতে হলেও কর্মকর্তারা সন্ধ্যায় জানিয়েছেন, এদিন খুব ভোরে আক্রমণ চালায় হামলাকারীরা। অবশ্য দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে রাজ্যে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পেছনে দেশটির বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (Rohingya Solidarity Organisation) থাকতে পারে।
হামলাকারীরা আক্রমণ চালিয়ে প্রায় ৫০টি অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। এসবের মধ্যে অন্তত ১০ হাজার রাউন্ড গুলিও রয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরএসও ৮০ ও ৯০এর দশকে তৎপর থাকলেও গেলো ২ দশকে তাদের কথা শোনা যায়নি।
গত কয়েক বছর আবার বিচ্ছিন্নতাবাদী অপর সংগঠন আরাকান আর্মির তৎপরতা লক্ষ করা গেছে। যদিও হামলার পর সংগঠনটি এক বিবৃতিতে এর দায় অস্বীকার করেছে।