বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত এ ছবিটির শুটিং স্বল্প সময়ে শেষ হয়েছে। এখন সেন্সর ছাড়পত্র মিলে যাওয়ায় মুক্তিতে আর কোনো বাধা রইল না।
‘মন ছুঁয়েছি তোর’সেন্সর ছাড়পত্র পেল
নতুন নায়িকা প্রীতি জান্নাতের প্রথম ছবি ‘মন ছুঁয়েছি তোর’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত ছবিটিতে প্রীতি জান্নাতের বিপরীতে অভিনয় করেছেন আরেক নবাগত নায়ক অবাক। এতে আরো অভিনয় করেছেন হাবিব খান, সনিক প্রমুখ। সেন্সর ছাড়পত্র প্রসঙ্গে পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, কোনো কাটছাট ছাড়াই ছবিটি ছাড়পত্র পেল, এজন্য ভালো লাগছে। আগামী ৯ ডিসেম্বর এটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে। আশা করি দর্শকদের পছন্দ হবে নতুন নায়ক-নায়িকা, নতুন কাহিনী।
Recent Posts