ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, স্কুল ছাত্রী পূজাকে কুপিয়ে আহত করা মামলার প্রধান আসামী লিটু সদর উপজেলার নৃশিংহপুর গ্রামের জনৈক পাতা মিয়া’র পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ করে লিটু ২টি হাত বোমা ছুড়ে মারে। আত্নরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় ৩টি হাত বোমা ও ঘটনায় ব্যবহৃত ছুরি। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় জেলা শহরের উপশহর পাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হাওয়ায় স্কুল ছাত্রী পূজা’কে কুপিয়ে আহত করে বখাটে লিটু। বুধবার এ ঘটনায় লিটুর দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।