এছাড়া মোস্তাফিজুর রহমান সিনিয়র সহ-সভাপতি, গোলাম সারোয়ার সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইয়াসিন আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এতদিন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন হাবিব-উন নবী খান সোহেল। বিএনপির বর্তমান কমিটিতে তিনি যুগ্ম মহাসচিব হয়েছেন। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিবও তিনি। আর সাধারণ সম্পাদক ছিলেন মীর সরাফত আলী সপু। তিনি বর্তমানে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।