হত্যা মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 In প্রধান খবর

 

হত্যা মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পাবনার সাঁথিয়ায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। নিহতরা শাহজাহান মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার আতাইকুলার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—সাথিয়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আফফাছ ওরফে আব্দুল্লাহর ছেলে বিপুল (৪৫) ও একই উপজেলার বাইকশা গ্রামের মোতালেব মিস্ত্রির ছেলে মদন (৩৭)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গয়েশবাড়ী এলাকায় একটি বাড়িতে চরমপন্থীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালায় র‌্যাব। এ সময় তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে বিপুল ও মদন নামে দুই সন্ত্রাসী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত বিপলু ও মদন স্থানীয় চরমপন্থী দলের সদস্য। তারা শাহজাহান মাস্টার হত্যা মামলার আসামি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent Posts

Leave a Comment