তিনি আরো জানান, নিহত সাফিনুল ইসলাম ওরফে সাফিন জেলার জয়পুরহাট পৌর এলাকার দক্ষিণ দেওয়ান পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ৬টি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল।
জয়পুরহাটে কথিত বন্দুকযুদ্ধে ফাঁসির আসামি নিহত
জয়পুরহাট সদরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাফিনুল ইসলাম ওরফে সাফিন (২৮) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামি নিহত হয়েছেন। উপজেলার দাদরা-জন্তি গ্রাম এলাকায় মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Recent Posts