ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় বখাটের ছুরিকাঘাতে স্কুল ছাত্রীর আহত হওয়ার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা বিপুল মজুমদার। তিনি সোমবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনার মূলহোতা লিটু ও তার দুই সহযোগী রুহুল আমিন ও রুপা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, সোমবার গভীররাতে ছাত্রীর বাবা ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। ভোরে লিটুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মামলা ও তদন্তের স্বার্থে বাকি দুইজনের নাম এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।
এর আগে সোমবার রাত ৮ টায় পূজা ১৬) নামের ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে স্থানীয় বখাটে লিটু।
পূজার ভাই রিপন মজুমদার জানান, গত এক বছর ধরে লিটু পূজাকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি পূজার বিয়ের কথা চলছে এ খবর শুনেই লিটু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে। পূজা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।