পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলবেন না মাইকেল ক্লার্ক। ব্যাপারটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
যদিও পাকিস্তানের শীর্ষ স্থানীয় পত্রিকা ডন মঙ্গলবার একটি প্রতিবেদনে লিখেছে, আসন্ন পিএসএলের নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে (প্লাটিনাম) রয়েছেন ক্লার্ক। যে ক্যাটাগরিতে পাকিস্তান ছাড়াও অন্যান্য দেশের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা রয়েছেন (ব্রান্ডন ম্যাককালাম, ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, জেসন রয়, স্টুয়ার্ট ব্রড, লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনে ও কিরন পোলার্ড)। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে ক্লার্ক নিশ্চিত করেছেন, এই টুর্নামেন্টে তিনি খেলবেন না।
গত বছর অ্যাশেজ হারের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ক্লার্ক। কিন্তু তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বলে জানিয়েছিলেন।
পিএসএলের প্রথম আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছিলেন তিনি।
পিএসএলের দ্বিতীয় আসরের ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ অক্টোবর।