নাটকটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন নাইম আর দীপা চরিত্রে জাকিয়া বারী মম। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তিষা, সুমন আচার্য্য, অপু, রাজীব রহমান, আরিয়ান, ঈশানা, মেঘা, মৌসুমী প্রমুখ।
প্রসুন রহমান নাটকটি প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের গড় হার বেড়ে চলেছে ক্রমশ। ডিভোর্স নামের এই শব্দটি মিথ্যে স্বাধীনতার নামে বড় বেশি সস্তা হয়ে গেছে। দীর্ঘ সময় চেনাজানা, সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কিছুদিন যেতে না যেতেই বিয়ে ভেঙে যাচ্ছে অবলীলায়। এই অবস্থায় সচেতনতা তৈরিতে মূলত তৈরি হয়েছে এ নাটক।’
উল্লেখ্য, এটিএন বাংলায় শুক্রবার রাত ১১টায় প্রচার হবে নাটকটি।