তামিমের সঙ্গে দেখেশুনে শুরু করে ব্যক্তিগত ১১ রানে ফিরে গেছেন ইমরুল কায়েস। ক্রিস ওকসের বলে ক্যাচ দিয়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। ওকসের বলেই ব্যক্তিগত ১৪ রানে ক্যাচ দিয়েছেন তামিমও। পরে গত ম্যাচে পাঁচ উইকেট পাওয়া জ্যাক বলের বলে ব্যাট চালাতে যেয়ে বোল্ড হয়েছেন সাব্বির রহমান (৩)।
এর আগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য হাসেনি বাংলাদেশের। ইংলিশ অধিনায়ক জস বাটলার টস জিতে মাশরাফি বিন মুর্তজার দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন এদিন। টাইগাররা গত ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। অলরাউন্ডার নাসির হোসেন সুযোগ পেয়েছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেলের জায়গায়।
সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে জিতে ১-০ তে এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।