র্যাব সূত্রে জানা গেছে, গয়েশবাড়ী এলাকায় একটি বাড়িতে চরমপন্থীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালায় র্যাব। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে বিপুল ও মদন নামে দুই সন্ত্রাসী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত বিপলু ও মদন স্থানীয় চরমপন্থী দলের সদস্য। তারা শাহজাহান মাস্টার হত্যা মামলার আসামি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।