হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় ধ্বসে দুই শ্রমিক নিহত

 In শীর্ষ খবর

 

হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় থেকে মাটি কাটার সময় পাহাড় ধ্বসে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলো জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাকুরি গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামসুল হক (৩৫) ও একই ইউনিয়নের খায়েস্তা গ্রামের শাওন উল্লার ছেলে মাসুক মিয়া (৪০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে একদল শ্রমিক নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা এলাকার পাহাড় থেকে মাটি কাটার সময় পাহাড় ধ্বসে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Recent Posts

Leave a Comment