ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাটলারকে আউট করে বাংলাদেশ দল অতিমাত্রায় উদযাপন করেছে- এমন অভিযোগ করেন খোদ বাটলার ও ইংলিশ ক্রিকেট দল। এরপর ফেসবুকের পেইজে বাংলাদেশি সমর্থকরা একটি ইভেন্ট খোলেন যার নাম রাখা হয়, ‘বাটলার আউট তো গ্যালারি চুপ।’ তবে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানের ঐতিহাসিক জয় পাওয়ার দিন একটু ভিন্নভাবে উদযাপন করলেন। মনে করিয়ে দিলেন ওয়ানডে সিরিজের তিক্ত অভিজ্ঞতার কথা।
শোনা যায়, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে স্টোকসের সঙ্গে তামিম সৌজন্যমূলক করমর্দন করতে চাইলে তাতে সাড়া দেননি ইংলিশ অলরাউন্ডার। সেই ক্ষত কি এতদিন পুষে রেখেছিলেন তামিমের বন্ধু সাকিব? রোববার স্টোকসকে আউট করে কী মোক্ষম জবাবটাই না দিলেন টাইগার অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের অভব্য আচরণের পর বাংলাদেশ ক্রিকেট সমর্থকরাও ইংল্যান্ডের ওপর খেপে ছিলেন। সাকিবের ভিন্নধর্মী উদযাপনের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে কেমন প্রভাব পড়ে সেটিও দেখার বিষয় ছিল।
পরে স্টোকসও অবশ্য সাকিবের উদযাপনের উত্তরে স্যালুটই জানিয়েছেন। ফেসবুকে বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মজা করে লিখেছেন, ‘আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ দুটো ছিল অসাধারণ। এদেশের মানুষ, নিরাপত্তকর্মী ও সাকিব আল হাসানকে স্যালুট!’