আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৫

 In দেশের বাইরে, প্রধান খবর

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি শিয়া মসজিদে চালানো আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। হেরাত পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা এ বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে একটি মসজিদে এ সন্ত্রাসী হামলা চালানো হয়। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, দুই সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়। এদের মধ্যে একজন সুইসাইড ভেস্ট পরা ছিল। প্রথমজন নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। তবে দ্বিতীয়জনের হাতে রাইফেল ছিল। তারা দুজনই নিহত হয়েছে।

বিস্ফোরণে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

হেরাতের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানিশ বলেন, শহরের জাওয়াদিয়া মসজিদের গেট এ বিস্ফোরণ ঘটানো হয়।

কাবুলের ইরাকি দূতাবাসে সন্ত্রাসী হামলার পরদিনই এ হামলা চালানো হলো। তবে এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাকে বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা অনেকটা নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠলেও এই প্রথম সেখানে ইরাকি দূতাবাসকে টার্গেট করা হলো। সোমবার হামলাকারী ছিল মোট চারজন। তাদের একজন কাবুলের শার-এ-নে এলাকায় অবস্থিত ইরাকি দূতাবাসের গেটে শরীরে বাঁধা বোমা ফাটায়। এরপর বাকি তিনজন ভেতরে ঢোকে। বিস্ফোরণে দূতাবাসের দুজন রক্ষী মারা গেছে। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের শীর্ষ কূটনীতিককে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে। দূতাবাসে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে।

জাতিসংঘের হিসাবে এ বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে সহিংসতায় ১৬৬২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এদের ২০ শতাংশই নিহত হয়েছে কাবুল শহরে। সূত্র: আল জাজিরা।

Recent Posts

Leave a Comment