কচুয়ায় বৃক্ষরোপন অভিযান ২০১৭ উদ্বোধন

 In কচুয়া উপজেলা, চাঁদপুর

কচুয়া সংবাদদাতাঃ
কচুয়া উপজেলার কচুয়া-সাচার সড়কের ১৫ কিলোমিটার অংশে বনায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপন অভিযান ২০১৭ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ আগস্ট) সকালে আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে ও তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলা উদ্দিন সোহাগ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বনায়ন প্রকল্পের তত্তাবদায়ক মোঃ আবুল হোসেন মিয়াজী ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিবুল হাসান। এসময় বনায়ন প্রকল্পের প্রায় অর্ধশতাধিক সদস্য, বন বিভাগের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, সুষ্ঠ্য ও সুন্দর জীবন গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। এ বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আজকে যারা এ বনায়ন প্রকল্পের ৮২ সদস্য রয়েছেন তাদের মধ্যে অনেকেই বয়বৃদ্ধ। বৃক্ষরোপন করে তা বড় হলে বিক্রি করে শুধু অর্থ উপার্জন হবে এ চিন্তা করে কেহুই এ প্রকল্পে যুক্ত হয়নি। সকলেই সামাজিক দায়বদ্ধতা থেকে এ প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়েছেন।
এ দিনে কচুয়া থেকে সাচার পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচির আওতায় রোপনকৃত চারাগাছ গুলো পরিচর্চা, রক্ষনা বেক্ষন ও নষ্ট হয়ে যাওয়া স্থানে নতুন চারা রোপনের জন্য উদ্যেগতাদের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।

Recent Posts

Leave a Comment