নোয়াখালীতে মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সোনা মিয়া (৫২) নামে মাজারের এক খাদেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইলিয়াছ (৩০) নামে এক যুবককে আটক করেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নদোনা ইউনিয়নের হাটগাঁও বাজারের আফজাল পাটোয়ারি মাজারে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া শরীয়তপুর জেলার হবিপুর গ্রামের মফেল হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মাজারে খাদেম হিসেবে কাজ করছেন।
এ সময় সোনা মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এসে এক যুবককে আটক করে। ঘটনাস্থলেই সোনা মিয়া মারা যান।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Recent Posts